কলাবাগানে ৫ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৪
সংগৃহীত ছবি
রাজধানীর কলাবাগান এলাকা থেকে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগের উত্তরা জোনাল টিম। এ সময় তাদের কাছ থেকে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
শুক্রবার (২৯ জানুয়ারি) ডিবির উত্তরা জোনাল টিমের উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতাররা হলেন হাসানুজ্জামান (৩০), মো. আলমগীর হোসেন (৩২), মো.রুবেল (২৭) ও মোসা. মিনু আক্তার (২৭)।
বিজ্ঞাপন
বদরুজ্জামান জিল্লু বলেন, গোপন সংবাদ ছিল যে, রাজধানীর কলাবাগান এলাকায় মাদক ব্যবসায়ীরা ইয়াবা হাত বদল করবে। এর ভিত্তিতে কলাবাগান এলাকায় অভিযান চালিয়ে চার জনকে গ্রেফতার করা হয়েছে। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। গ্রেফতারদের বিরুদ্ধে কলাবাগান থানায় একটি মামলা রুজু করা হয়েছে বলেও তিনি জানান।
এর আগে গত ২৫ জানুয়ারি রাজধানীর বিভিন্ন এলাকা থেকে র্যাব ও পুলিশের পৃথক দুইটি অভিযানে ৩৯ হাজার ২৩৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৯ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
এর মধ্যে রাজধানীর যাত্রাবাড়ীর পুনম সিনেমা হলের বিপরীত পাশে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে একটি কাভার্ডভ্যান থেকে ৩৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (লালবাগ) বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম। এ সময় পুলিশ কাভার্ডভ্যানটি জব্দ করে।
অন্যদিকে রাজধানীর গেণ্ডারিয়ায় অভিযান পরিচালনা করে ৪ হাজার ২শ ৩৩ পিস ইয়াবাসহ ৫ জনকে গ্রেপ্তার করে র্যাব-১০। এ সময় তাদের কাছ থেকে ৬টি মোবাইল ফোন জব্দ করা হয়।
এমএসি/এমএইচএস