দেয়াল ধসে আহত একজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে/ ছবি: ঢাকা পোস্ট

চট্টগ্রামের আগ্রাবাদের ডেবার পাড় এলাকায় একটি কোম্পানির ইজারা নেওয়া ভূমিতে দেয়াল নির্মাণ করতে গিয়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন জন।

আহতদের চিকিৎসার জন্য নগরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, নির্মাণের সময় দেওয়াল ধসে এ দুর্ঘটনা ঘটে।

শুক্রবার (২৯ জানুয়ারি) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মোহাম্মদ শহিদুল্লাহ (৭০) ও আল আমিন (৩০)। 

বিষয়টি নিশ্চিত করে ডবলমুরিং থানার উপপরিদর্শক (এসআই) জাব্বার বলেন, ‘ডেবার পাড় বন্দরের অভ্যন্তরে একটি কোম্পানিকে ইজারা দেওয়া জায়গার ওপর দেয়াল নির্মাণ করছিলেন শ্রমিকরা। কিন্তু দুপুরের দিকে দেয়াল ধসে হতাহতের ঘটনা ঘটে।

তিনি জানান, এতে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।

এফআর