রাজধানীতে ৭৭ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
ইয়াবাসহ আটক দুই মাদক কারবারি
রাজধানীর শাহজাহানপুর থানার আউটার সার্কুলার রোড এলাকায় অভিযান চালিয়ে ৭৭ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আটকরা হলেন- নূর মোহাম্মদ (২৮) ও মো. কুদ্দুস (৩২)। র্যাব-৩ এর একটি দল বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যানসহ তাদের আটক করে।
র্যাব-৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বীনা রাণী দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৩ এর একটি দল বিশেষ চেকপোস্ট বসিয়ে কাভার্ড ভ্যানটি থামানো হয়। এসময় তল্লাশি চালিয়ে ৭৭ হাজার পিস ইয়াবাসহ তাদেরকে আটক করা হয় ও কাভার্ডভ্যান জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানান, তারা দীর্ঘদিন ধরে মাদক কারবারি করে আসছে। তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন।
বিজ্ঞাপন
অন্যদিকে পৃথক অভিযানে বিদেশি মদ ও বিপুল পরিমাণ বিদেশি অবৈধ সিগারেটসহ দুজনকে আটক করেছে র্যাব-১০ এর একটি দল। চকবাজার মডেল থানার বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিশেষ অভিযান পরিচালনা করে ৮৩ হাজার ৬১০ পিস অবৈধ বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট, একটি মোবাইল ফোন ও নগদ ছয় হাজার ৪৫০ টাকাসহ মো. শাহিন পেদা (২০) নামে এক চোরাকারবারিকে আটক করে।
অপর অভিযানে ছয় বোতল বিদেশি মদসহ শফিকুল ইসলাম (৪২) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে চকবাজার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বিশেষ ক্ষমতা আইনে পৃথক দুটি মামলা হয়েছে।
বিজ্ঞাপন
জেইউ/ওএফ