শনিবার তৃতীয় ধাপে ৬২ পৌরসভার ভোট
পৌরসভা নির্বাচনে ভোট দিতে কেন্দ্রে ভোটাররা /ফাইল ছবি
পৌরসভার তৃতীয় ধাপের নির্বাচন শনিবার (৩০ জানুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে। তৃতীয় ধাপে নির্বাচন কমিশন (ইসি) ৬৪ পৌরসভার ভোটগ্রহণের তফসিল ঘোষণা করে। কিন্তু এক মেয়র প্রার্থীর মৃত্যুর কারণে ও সর্বশেষ আদালতের নিষেধাজ্ঞায় একটি পৌরসভার ভোটগ্রহণ স্থগিত করায় শনিবার ৬২ পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
শুক্রবার (২৯ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় নির্বাচন কমিশন (ইসি)। তৃতীয় ধাপে ৬২ পৌরসভায় শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। এ ধাপে সবকটি পৌরসভায় ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ হবে। তৃতীয় ধাপে এখন পর্যন্ত ৩৭ জনপ্রতিনিধি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এর মধ্যে তিনজন মেয়র, ৯ জন সংরক্ষিত কাউন্সিলর ও ২৫ জন সাধারণ কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
বিজ্ঞাপন
ইসি জানিয়েছে, ময়মনসিংহের ত্রিশাল পৌরসভায় তৃতীয় ধাপে ভোট হওয়ার কথা থাকলেও এক মেয়র প্রার্থীর মৃত্যুতে এ নির্বাচন স্থগিত করে চতুর্থ ধাপে স্থানান্তর করা হয়েছে। এর বাইরে আইনগত জটিলতা থাকায় পাবনা জেলার সুজানগর পৌরসভার ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
ইসি সংশ্লিষ্টরা জানান, নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, কুমিল্লার লাকসাম ও বাগেরহাটের মোড়েলগঞ্জ পৌরসভায় মেয়র পদে একক প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। শনিবার সকালে ভোটগ্রহণের আগে প্রত্যেক কেন্দ্রে ব্যালট পেপারসহ নির্বাচনি উপকরণ পাঠাবে ইসি। কমিশনের শেষ মুহূর্তের নির্দেশনায় ভোটগ্রহণ শেষে দ্রুত ফলাফল পাঠাতে বলা হয়েছে। নির্বাচনে মেয়র পদে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগ-বিএনপির প্রার্থীর মধ্যে। অন্য দল ও স্বতন্ত্র প্রার্থীও আছেন।
বিজ্ঞাপন
উল্লেখ্য, করোনা মহামারির মধ্যে এবার পাঁচ ধাপে পৌরসভা নির্বাচন করছে কমিশন। প্রথম ধাপের তফসিলের ২৪ পৌরসভায় ইভিএমে ভোট হয় ২৮ ডিসেম্বর। গত ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপে ৬০ পৌরসভায় ভোট হয়। আর তৃতীয় ধাপে ৬২ পৌরসভায় শনিবার ৩০ জানুয়ারি ভোট হবে। চতুর্থ ধাপে ৫৭ পৌরসভায় ভোট হবে আগামী ১৪ ফেব্রুয়ারি ও পঞ্চম ধাপের ৩১ পৌরসভায় ভোটগ্রহণ হবে ২৮ ফেব্রুয়ারি।
দেশে মোট ৩২৯টি পৌরসভা রয়েছে। আইন অনুযায়ী, মেয়াদ শেষ হওয়ার আগের ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হয়। স্থানীয় সরকার আইন সংশোধনের পর ২০১৫ সালে প্রথম দলীয় প্রতীকে পৌরসভায় ভোট হয়। ওই সময় ২০টি দল ভোটে অংশগ্রহণ করে।
এসআর/ওএফ