প্রেস ক্লাবের সামনে স্বজনদের মানববন্ধন

অবৈধ পথে ইতালি যাওয়ার সময় লিবিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের ফেরত চান স্বজনরা। বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে সরকারের কাছে এ আকুতি জানান তারা।

স্বজনরা বলছেন, লিবিয়ায় আটকে পড়া বাংলাদেশিরা অসহনীয় কষ্টে দিনযাপন করছেন। তারা সেখানে মৃত্যুর মুখে। তাদেরকে ঠিকমত খেতে দেওয়া হচ্ছে না। কেউ এক বছর, কেউ দশ মাস ধরে আটকে রয়েছেন।

লিবিয়ার জেলে আটকে থাকা আকাশ খান নামে এক বাংলাদেশির বাবা হায়দার আলী খান বলেন, ইলিয়াস নামে এক দালালের মাধ্যমে ছেলে ইতালির উদ্দেশে লিবিয়া যায়। সেখানে ছেলের সঙ্গে অনেকে আটকে রয়েছে। আমার ছেলে প্রায় ১০ মাস ধরে আটকে আছে। আমরা ঠিকমত যোগাযোগ করতে পারি না। ছেলেকে দেশে নিয়ে আসতে পারলেই একটু শান্তি পেতাম।

রবিউল ফরাজী নামে আরেক বাংলাদেশি নাগরিকের সহধর্মিণী সোনিয়া বেগম বলেন, আমার স্বামী এক বছর আগে লিবিয়ায় যান। দুই মাস পর লিবিয়ার পুলিশ তাদের আটক করে নিয়ে যায়। তাকে টাকা দিয়েও জেল থেকে আমরা ছাড়াতে পারছি না।

এসব কথা বলতে গিয়ে স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। তারা বলেন, সন্তানদের ফেরত ছাড়া তারা কিছুই চান না। তাদের দেশে ফিরিয়ে আনতে সরকার যেন দ্রুত পদক্ষেপ নেয়।

এমএইচএন/আরএইচ