শিক্ষার্থীদের টিকা দেওয়ার সময় অনেকের রক্ত বের হওয়ায় বেশ কজন অভিভাবক অভিযোগ করেছেন টিকাপ্রদানের দায়িত্বে যারা রয়েছেন তাদের কাজে অবহেলা রয়েছে। একইসঙ্গে টিকা নিতে এসে টিকা না পেয়েও ফিরে যেতে হয়েছে অনেককে। 

রক্ত বের হওয়া প্রসঙ্গে জানতে চাইলে টিকাপ্রদানের দায়িত্বে থাকা একজন নার্স বলেন, যে বাচ্চারা ফিট রয়েছে, তাদের কোনো সমস্যা হচ্ছে না। তবে যাদের স্বাস্থ্য বেশি তাদের একটু সমস্যা হচ্ছে। 

আজ বৃহস্পতিবার রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে গিয়ে দেখা যায় সেখানে মতিঝিল ও রমনা থানা এলাকার স্কুল ও কলেজের শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়া হচ্ছে। তবে শিক্ষার্থীদের অনেকেরই অভিযোগ টিকা দিতে গিয়ে রক্ত বের হয়েছে। 

ভিকারুন নিসা নুন স্কুলের শিক্ষার্থী সানজিদা আক্তার ঢাকা পোস্টকে বলেন, প্রথম টিকা দেওয়ার সময় কোনো সমস্যা হয়নি। কিন্তু আজ টিকা দেওয়ার সময় রক্ত বের হয়েছে। টিকা দেওয়ার পর ২০-২৫ মিনিট বিশ্রাম নিয়েছি। এখন হাত ব্যথা করছে। 

একই কথা বলেন মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী সিরাজুম মনিরাও।

উদয়ন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী কৌশিক ঢাকা পোস্টকে বলেন, টিকা দেওয়ার সময় অল্প রক্ত বের হয়েছে। প্রথম ডোজের চেয়ে আজ বেশি ব্যথা করছে। 

ভিকারুন নিসার ৮ম শ্রেণির এক শিক্ষার্থী ঢাকা পোস্টকে বলেন, আমি টিকা দিয়েছি, শরীর ব্যথা করছে, অন্য কোনো সমস্যা হচ্ছে না।

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. শাহান আরা বেগম ঢাকা পোস্টকে জানান, গতকাল পর্যন্ত প্রায় ৩০ হাজার শিক্ষার্থীকে করোনার টিকা দেওয়া হয়েছে। টিকা দেওয়ার ফলে এখন পর্যন্ত কোনো শিক্ষার্থী অসুস্থ হয়নি। কারও কোনো সমস্যা হয়নি। 
 
এই শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়া হয়েছে। মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে গিয়ে দেখা যায় স্কুলটির ৫তলায় ছেলে ও মেয়েদের আলাদা করে টিকা দেওয়া হচ্ছে। টিকা দিতে যাওয়া ছেলেদের তুলনায় মেয়েদের সংখ্যা বেশি।  

এমআই/এনএফ