‘চাঁদা না দিলে তারা মারধর করে’
রাজধানীর গেন্ডারিয়ার আলি হাসান শিশির ও মশিউর রহমান মিজু নামে দুই ব্যক্তির বিরুদ্ধে মাদক ব্যবসা, চাঁদাবাজির অভিযোগ তুলে তাদের অত্যাচার থেকে রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করে মানববন্ধন করা হয়েছে।
আজ (রোববার) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘গেন্ডারিয়া এলাকাবাসী’ ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
মানববন্ধনে বক্তারা বলেন, আলি হাসান শিশির ও মশিউর রহমান মিজুর সন্ত্রাসী বাহিনীর অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ। তাদের দাবি করা চাঁদা না দিলে প্রকাশ্য দিবালোকে নিজ বাহিনী দিয়ে মানুষকে মারধর করে। গেল মাসের ৩ তারিখে মাহবুব নামে এক ব্যক্তিকে মারধর করেছে, সেলফোন ছিনিয়ে নিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেছে তাদের সন্ত্রাসী বাহিনীর সদস্যরা। এর পরদিন শিশিরের নির্দেশে বাঁধন আহম্মেদ নামে আরেকজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মিজু, মিজান ও উজ্জল ৪৪ হাজার টাকা ছিনিয়ে নেয়। এসব বিষয়ে থানায় মামলা করতে গেলে মামলা নেওয়া হয়নি।
এলাকাবাসীর পক্ষে সোহেল আহমেদ নামক একজন বলেন, আমরা গেন্ডারিয়াবাসী সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে প্রসাশনের কাছে অভিযোগ করেও কোনো প্রতিকার পাইনি। আমরা এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ করছি।
বিজ্ঞাপন
এমএইচএন/এনএফ