সংগৃহীত ছবি

শেষ হতে চলেছে বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড ২০২০ এর নিবন্ধনের সময়। রোববার (৩১ জানুয়ারি) পর্যন্ত শিক্ষার্থী, ব্যক্তি, ছাত্র, উদ্যোক্তা, এসএমই এবং দেশে পরিচালিত তথ্যপ্রযুক্তি খাতের প্রতিষ্ঠানকে কাজের স্বীকৃতি স্বরূপ এ অ্যাওয়ার্ডের জন্য নিবন্ধন করা যাবে।

চুতর্থবারের মতো বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিস- বেসিস ও আইপিডিসি ফিন্যান্সের এ প্রতিযোগিতায় অংশ নিতে হলে নিজেদের সেরা আইসিটি প্রকল্প জমা দিতে এ নিবন্ধন করতে হবে। এতে দেশের বৃহত্তম আইসিটি প্ল্যাটফর্মে নিজের প্রতিষ্ঠান ও কাজের স্বীকৃতি পাওয়া যাবে।

এ বছর ৩৫ ক্যাটাগরিতে ১০৫টি পুরস্কার দেওয়া হবে। https://bnia.basis.org.bd/categories ওয়েবসাইটের মাধ্যমে ক্যাটাগরিভিত্তিক নিবন্ধন করা যাবে। ২০২০ ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডের বিজয়ীরা মালয়েশিয়াতে আন্তর্জাতিক অ্যাপিকটা অ্যাওয়ার্ডসে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন।

কনজিউমার ক্যাটাগরি : মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট, ট্যুরিজম অ্যান্ড হসপিটালটি, রিটেইল অ্যান্ড ডিস্ট্রিবিউশন, ব্যাংকিং, ইনস্যুরেন্স অ্যান্ড ফিন্যান্স, মার্কেটপ্লেস ইনক্লুডিং স্মার্ট হোম, ট্রান্সজেকশ ফর প্রোপারটিস, গুডস অ্যান্ড সার্ভিস এবং ডিজিটাল মার্কেটিং অ্যান্ড অ্যাডভারটাইজমেন্ট।

ইনক্লিউশানস অ্যান্ড কমিউনিটি সার্ভিস: রিজিয়োনাল, রুরাল অ্যান্ড রিমোট সার্ভিস, ইন্ডিজিনায়স অ্যান্ড কমিউনিটি সার্ভিস, হেলথ অ্যান্ড ওয়েলবিং, কমিউনিটি সার্ভিস, এডুকেশন, সাস্টেইনেবিলিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, ওমেন এন্টারপ্রেনিয়ার।

পাবলিক সেক্টর অ্যান্ড গভার্নমেন্ট ক্যাটাগরি: গভার্নমেন্ট অ্যান্ড সিটিজেন সার্ভিস ও ডিজিটাল গভার্নমেন্ট।

ইন্ডাস্ট্রিয়াল ক্যাটাগরি: রয়েছে রিসোর্স, এনার্জি ও ইউটিলিটিস, এগ্রিকালচারাল, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন, ট্রান্সপোর্ট, আইসিটি নেটওয়ার্কস অ্যান্ড কমিউনিকেশন, সাপ্লাই চেইন লজিস্টিকস, সাস্টেইনেবিলিটি অ্যান্ড এনভায়রনমেন্ট।

স্টুডেন্ট ক্যাটাগরি: জুনিয়র স্টুডেন্ট (টু ইয়ার ৯), সিনিয়র স্টুডেন্ট (লাস্ট ৩ ইয়ারস বিফর ইউনিভার্সিটি), টেরিটোরি স্টুডেন্ট প্রজেক্ট (আন্ডার গ্র্যাজুয়েট)।

এ বিষয়ে বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর জানান, বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডসের মাধ্যমে সারাদেশের উদ্ভাবনী এবং সম্ভাবনাময় তথ্যপ্রযুক্তি প্রকল্পগুলোকে বাছাই করা হয়। মূলত উদ্যোক্তাদের উৎসাহ দেওয়ার লক্ষ্যে এ পুরষ্কার দেওয়া হয়।

মনোনীত প্রকল্পগুলো আন্তর্জাতিক অঙ্গনে প্রতিযোগিতার জন্য মনোনয়ন দেওয়া হয়, যা বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের সক্ষমতাকেও তুলে ধরছে। ইতিপূর্বে বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড ২০১৯ বিজয়ীরা অ্যাপিকটা অ্যাওয়ার্ড প্রোগ্রামে অংশগ্রহণ করেন এবং তারা বাংলাদেশকে অ্যাপিকটায় অন্য উচ্চতায় নিয়ে যান।

একে/এমএইচএস