রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় কিশোরের মৃত্যু
চট্টগ্রামের হাটহাজারী-নাজিরহাট সড়কের চারিয়া এলাকায় রাস্তা পার হওয়ার সময় মিনি ট্রাকের ধাক্কায় মোহাম্মদ আরাফাত (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
সোমবার (১৩ ডিসেম্বর) বিকেলে চারিয়া ইজতেমা মাঠের সামনে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরহাট হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, হাটহাজারী উপজেলার চারিয়ার ইজতেমার মাঠ এলাকায় রাস্তা পার হচ্ছিলেন আরাফাত। এসময় দ্রুতগতির একটি ট্রাক আরফাতকে ধাক্কা দেয়। এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। ঘটনার পরপরই ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, হাটহাজারীর চারিয়া এলাকায় আঞ্চলিক ইজতেমার মাঠে স্বেচ্ছাশ্রমে কাজ করতে গিয়েছিলেন আরাফাত। চারিয়া মাঠে আগামী ১৭, ১৮ ও ১৯ ডিসেম্বর চট্টগ্রামের অঞ্চলিক ইজতেমা অনুষ্ঠিত হবে। সেই ইজতেমার প্রস্তুতি চলছে হাটহাজারীর চারিয়া এলাকার মাঠে। আর তাতে স্বেচ্ছাশ্রমে কাজ করতে গিয়ে রাস্তা পার হতে গিয়ে নিহত হয়েছে আরাফাত।
বিজ্ঞাপন
কেএম/জেডএস