পানির মান যাচাইয়ে প্রযুক্তি সরঞ্জাম পেল ঢাকা ওয়াসা
পানির গুণগতমান যাচাইয়ে সরঞ্জাম ও প্রযুক্তি পেয়েছে ঢাকা ওয়াসা। চীনা প্রতিষ্ঠান পাওয়ার কনস্ট্রাকশান করপোরেশন অব চায়না এসব সরঞ্জাম ও প্রযুক্তি ঢাকা ওয়াসাকে দিয়েছে।
সোমবার (১৩ ডিসেম্বর) ঢাকা ওয়াসা ভবনে ওয়াসা কর্তৃপক্ষ এবং চীনা প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি স্বাক্ষরের মাধ্যমে এসব সরঞ্জাম হস্তান্তর প্রক্রিয়া অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
ঢাকা ওয়াসা জানিয়েছে, এসব সরঞ্জাম ও প্রযুক্তির মাধ্যমে ওয়াসার সরবরাহ করা নিরাপদ পানিসহ বর্জ্য পানির মোট নাইট্রোজেন, ফসফরাস ও অ্যামোনিয়া নাইট্রোজেনের পরিমাণ যাচাই করা সহজ হবে।
অনুষ্ঠানে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাসকিম এ খান বলেন, এসব প্রযুক্তি হ্যান্ডি এবং পোর্টেবল। প্রায় পাঁচ সেট সরঞ্জাম দেওয়া হয়েছে। এর মাধ্যমে যেকোনো স্থানে গিয়ে পানির উপাদান পরিমাপ করা সম্ভব হবে। আমাদের গুণগতমানের ল্যাব ও কোয়ালিটি কন্ট্রোল মেকানিজম আছে। সেখানে অনলাইনে গুণগতমান পরীক্ষার ব্যবস্থা রয়েছে। এই উপহারের মাধ্যমে আমাদের ল্যাব আরও সমৃদ্ধ হলো। ডিজিটাল ওয়াসার অগ্রযাত্রায় তাদের এ উপহারের জন্য ধন্যবাদ জানাই।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ওয়াসার প্রকৌশলী মুহসিন আলী মিঞাসহ ঢাকা ওয়াসা ও পাওয়ার কনস্ট্রাকশন করপোরেশন অব চায়না কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এএসএস/জেডএস