জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অবসরপ্রাপ্ত সদস্য মো. আব্দুল মান্নান পাটোয়ারী বলেছেন, এখন যারা ভ্যাট ফাঁকি দিচ্ছে, তারা আগামীতে ফাঁকি দিতে পারবে না। নতুন ভ্যাট মেশিন বসানো হচ্ছে প্রত্যেক প্রতিষ্ঠানে, দোকানে। তাই আপনি যাই ক্রয় করবেন, সঙ্গে সঙ্গে সেটার ভ্যাট সার্ভারে যাবে। এই অনলাইন ব্যবস্থা চালু হলে তখন আর ভ্যাট ফাঁকি দেওয়ার সুযোগ থাকবে না।

বুধবার (১৫ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে বাংলাদেশ ভ্যাট বার অ্যাসোসিয়েশন আয়োজিত ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ-২০২১ উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আব্দুল মান্নান পাটোয়ারী বলেন, ভ্যাট আইনের বিষয়ে এখনও অনেক অস্পষ্টতা রয়ে গেছে। ব্যবসায়ীরা ব্যবসা করেন। কিন্তু আইন কানুন সম্পর্কে ধারণা কম, তাই ভুল করেন। সেজন্য আপনারা যারা ভ্যাট নিয়ে কাজ করেন তাদের প্রয়োজনীয়তা উপলব্ধি করেই রাজস্ব বোর্ড মূসক পরামর্শের বিষয়টি আইনে নিয়ে আসছেন। তাই আপনারাও আপনাদের কাজগুলো গুরুত্বের সঙ্গে পালন করবেন।

তিনি বলেন, ভ্যাট আইনটি নতুনভাবে প্রচলিত হয়েছে, অনেক প্রতিষ্ঠানের এই আইন সম্পর্কে ধারণা নেই। তাই ইচ্ছাকৃত হোক, অনিচ্ছাকৃত হোক সে বিষয়টি এড়িয়ে যাচ্ছে। যখন অডিট করে তখন সে ধরা পড়ে। তখন এই জরিমানার পরিমাণ বাড়াতে হবে। কিন্তু ৫/১০ বছর পরে তখন আইনটা বুঝে যাবে সবাই। আইনের প্রয়োগটা বুঝে যাবে সবাই।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন চাটার্ড সেক্রেটারি এম. নুরুল আলম, বাংলাদেশ ভ্যাট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ড. মো. নূরুল আজহার, সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান প্রমুখ।

এমএইচএন/জেডএস