কাফরুলে চোরাই ১০ অটোরিকশাসহ পাঁচ কারবারি গ্রেফতার
রাজধানীর কাফরুল থানা এলাকায় অভিযান চালিয়ে ১০টি সিএনজিচালিত অটোরিকশাসহ সংঘবদ্ধ চোরাকারবারি চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (১৫ ডিসেম্বর) র্যাব-৪ এর সহকারী পরিচালক এএসপি (মিডিয়া) মাজহারুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, রাজধানীর কাফরুল থানাধীন এলাকায় কিছু সংঘবদ্ধ অটোরিকশা চোরাকারবারী সদস্য চোরাই গাড়ি ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
বিজ্ঞাপন
এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাতে র্যাব-৪ এর একটি দল কাফরুল থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে চোরাই ১০টি অটোরিকশা উদ্ধারসহ সংঘবদ্ধ চোরাকারবারি চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করে।
গ্রেফতাররা হলেন- মো. মিলন (৪৫), মন্টু হাওলাদার (৪২), মো. হান্নান (৩৫), মো. কালাম (৬০), মো. ইউনুছ (৩৬)।
বিজ্ঞাপন
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতাররাসহ পলাতক অজ্ঞাতপরিচয় আরো ৪/৫ জন ঢাকাসহ আশপাশের জেলা থেকে অটোরিকশা চুরি করে এনে পরস্পরের যোগসাজশে বিভিন্ন মাধ্যমে ঢাকা মহানগরে চলাচল করে এবং বিভিন্ন নিরীহ ও সহজ-সরল লোকদের কাছে বিক্রি করে আসছিল। তাদের আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
জেইউ/জেডএস