চাকরির প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন স্থান থেকে নারীদের চট্টগ্রামে এনে জোরপূর্বক অসামাজিক কাজ করতে বাধ্য করত একটি চক্র। এমন অভিযোগ পেয়ে চক্রের মূলহোতাসহ ছয়জনকে আটক করেছে র‍্যাব। এ সময় চার ভিকটিম নারীকে উদ্ধার করা হয়েছে। এরমধ্যে তিনজন অপ্রাপ্তবয়স্ক কিশোরী।

মঙ্গলবার রাতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। আজ বুধবার (১৫ ডিসেম্বর) বিকেলে র‍্যাব বিষয়টি জানিয়েছে। 

র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট নিয়াজ মোহাম্মদ চপল বলেন, আসামিরা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে অসহায়, গরিব, এতিম নারী ও শিশুদের গার্মেন্টসে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে চট্টগ্রাম শহরে আনত। এরপর বিভিন্ন ভাড়া বাসায় তাদের আটক রাখত। পরে জোরপূর্বক পতিতাবৃত্তি করতে নারীদের বাধ্য করত চক্রটি। 

আটক হওয়া ব্যক্তিরা হলেন- মো. শহীদুল ইসলাম পরান (২৪), মো. মোশারফ হোসেন (২৫), মোসা. রুম (২২), শাহিন আলম (৩৪),  মো. সুজন (২৮) ও তার স্ত্রী ময়না বেগম (১৮)। সুজন ও তার স্ত্রী এই চক্রের মূলহোতা।  

র‍্যাব সূত্রে জানা গেছে, চক্রটির কাছ থেকে পালিয়ে আসা এক নারী মঙ্গলবার র‍্যাবের কাছে একটি অভিযোগ দেন। পরে অভিযান চালিয়ে ছয়জনকে আটক করা হয়। 

র‍্যাব কর্মকর্তা নিয়াজ মোহাম্মদ চপলের দাবি, আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগের সত্যতা স্বীকার করেছেন। এ বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

কেএম/এইচকে