ফায়ার সার্ভিসের মহান বিজয় দিবস উদযাপন
বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) ভোরে অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন কর্মকর্তাদের নিয়ে ঢাকার মিরপুর ট্রেনিং কমপ্লেক্সে রক্ষিত জাতির পিতার প্রতিকৃতিতে এবং শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
বিজ্ঞাপন
মহান বিজয় দিবস উপলক্ষে আজ সারা দেশের সকল ফায়ার স্টেশন ও অফিসসমূহে জাতীয় ও বিভাগীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় বিজয় দিবস উদযাপনের কর্মসূচি। অধিদফতরে চিত্রাঙ্কন ও আলোচনা সভার আয়োজন করা হয়। এছাড়া বিকেলে শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেন ফায়ার সার্ভিসের ১০০ জন কর্মকর্তা-কর্মচারী ও ভলান্টিয়ার।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের বর্ণাঢ্য সমাপ্তির প্রেক্ষাপটে এ বছরের মহান বিজয় দিবস ছিল ভিন্ন আঙ্গিকে সমৃদ্ধ ও উৎসবমুখর। এ উপলক্ষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দফতরসহ সারা দেশের সকল বিভাগীয় অফিস, জেলা অফিস এবং ফায়ার স্টেশনসমূহে আলোকসজ্জা করা হয়। ফায়ার সার্ভিসের ওয়েবসাইট ও ফেসবুক পেজসমূহে মুক্তিযুদ্ধ বিষয়ক নানা অনুষ্ঠান ও জাতির পিতার ৭ই মার্চের বক্তব্য আপলোড করা হয়।
বিজ্ঞাপন
এছাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরে এ উপলক্ষে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’, ‘আমাদের বঙ্গবন্ধু’, ‘মহান বিজয় দিবস’ ইত্যাদি শিরোনামে কর্মকর্তা-কর্মচারীদের ছেলে-মেয়েদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এরপর অধিদফতরের সম্মেলন কক্ষে কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে ‘বঙ্গবন্ধু ও আমাদের স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুপুরে দেশের সকল ফায়ার সার্ভিস স্টেশনে সকল সদস্যের জন্য বড়খানার আয়োজন করা হয়। আসর নামাজ শেষে সকল মসজিদে দোয়ার আয়োজন করা হয়।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. শাহজাহান শিকদারের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন উপ-পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. ওহিদুল ইসলাম। মহান বিজয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন অধিদফতরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. হাবিবুর রহমান এবং পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল জিল্লুর রহমান।
আলোচনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রকল্প পরিচালক মো. শহিদ আতাহার হোসেন, উপ-সচিব মো. মোশারফ হোসেন, উপপরিচালক মো. আব্দুল মোমিন, সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন বক্তব্য রাখেন।
এমএসি/এসকেডি