জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ আয়োজিত সমাবেশ

অবিলম্বে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহাল, মুক্তিযোদ্ধাদের স্বচ্ছ চূড়ান্ত তালিকা প্রণয়ন এবং প্রতিবন্ধী মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাইয়ের নামে হয়রানি বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।

রোববার (৩১ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনটি আয়োজিত এক সমাবেশ থেকে এসব দাবি জানানো হয়।

সমাবেশে বক্তারা বলেন, স্বাধীনতার ৫০ বছরেও বীর মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা প্রণয়ন না হওয়া অত্যন্ত দুঃখজনক। প্রতিবছর এ যাচাই-বাছাইয়ের নামে বীর মুক্তিযোদ্ধাদের হয়রানি করা হচ্ছে যা কখনওই কাম্য নয়। বীর মুক্তিযোদ্ধাদের স্বপক্ষের শক্তি বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের কাছে আমাদের আহ্বান, আগামী ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের আগেই বীর মুক্তিযোদ্ধাদের স্বচ্ছ চূড়ান্ত তালিকা দ্রুত প্রণয়ন করতে হবে। আমরা কোনো অমুক্তিযোদ্ধাদের নাম তালিকায় দেখতে চাই না। অতীতে যে সব অমুক্তিযোদ্ধা অবৈধভাবে মুক্তিযুদ্ধের তালিকায় অন্তর্ভুক্ত করেছেন তাদের বাদ দিয়ে একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য মুক্তিযোদ্ধা তালিকা প্রণয়ন করতে। একই সঙ্গে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, জামুকা এবং মুক্তিযুদ্ধ কল্যাণ ট্রাস্টের মাধ্যমে মুক্তিযোদ্ধারা প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন। সে বিষয়ে সরকারের দৃষ্টি রাখতে হবে।

বক্তারা আরও বলেন, বীর মুক্তিযোদ্ধাদের নামে দেশে আজ পর্যন্ত কোনো হাসপাতাল নির্মাণ করা হয়নি। স্বাধীনতাবিরোধী পাকিস্তানি অপশক্তি জামায়াত-শিবির-বিএনপির ষড়যন্ত্রে মুক্তিযোদ্ধা কোটা (২০১৮ সালের) বাতিলের আন্দোলন করা হয়েছে। বঙ্গবন্ধুর দেওয়া ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা অবিলম্বে পুনর্বহাল করতে হবে। এছাড়া সমগ্র দেশে বীর মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হত্যা, নির্যাতন ও অবমাননা বন্ধ করার জন্য বীর মুক্তিযোদ্ধা পরিবার সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে।

মানববন্ধনে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সাধারণ সম্পাদক আলাম আল মামুনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এইচএন/এসএম