ঢামেকের ময়লার স্তূপে আগুন
প্রতীকী ছবি
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ও পুরাতন ভবনের মাঝামাঝিতে থাকা ময়লার স্তূপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ফলে গোটা ঢামেক এলাকায় ধোঁয়া ও আতঙ্কের সৃষ্টি হয়।
তবে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিভিয়ে ফেলে ঢামেক কর্তৃপক্ষ। রোববার (৩১ জানুয়ারি) দুপুর ৩টা ৫০ মিনিটে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম ঢাকা পোস্ট-কে বলেন, ৩টা ৫০ মিনিটে ঢামেক থেকে ফোন পেয়ে সেখানে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট পাঠানো হয়। তবে আমাদের কর্মীরা পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আনেন ঢামেকের লোকজন।
তিনি বলেন, ঢামেক পুরোনো ভবন ও নতুন ভবনের মাঝে একটি সানশেডের উপরে ময়লার স্তূপগুলো ছিল। সেখানেই আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ইউনিট আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ করছে। এ ঘটনায় হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
এর আগে, চলতি বছরের ৭ জানুয়ারি দুপুরে ঢামেকের পুরোনো ভবনের জরুরি বিভাগের চারতলায় আগুন লাগে। সংবাদ পেয়ে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে অল্পসময়ের মধ্যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। সেই আগুনে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। তবে সেখানে আসা রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোগী ও স্বজনেরা দ্রুত ভবন থেকে বেরিয়ে আসেন।
এআর/এফআর