ডেসমন্ড টুটুর মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক
দক্ষিণ আফ্রিকার আর্চবিশপ শান্তিতে নোবেলজয়ী ডেসমন্ড টুটুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
রোববার (২৬ ডিসেম্বর) এক শোক বার্তায় ড. মোমেন বলেন, বর্ণবৈষম্যের প্রথা বিলুপ্ত করার সংগ্রামে ডেসমন্ড টুটুর ভূমিকা বিশ্ববাসী চিরকাল স্মরণ করবে।
বিজ্ঞাপন
মোমেন বলেন, স্বাধীন দক্ষিণ আফ্রিকা অর্জনে ডেসমন্ড টুটুর অবদান অবিস্মরণীয়। টুটুর মৃত্যুতে বিশ্ববাসী একজন আইকনিক বর্ণবাদবিরোধী কর্মী ও মানবাধিকারের প্রচারককে হারাল।
ড. মোমেন ডেসমন্ড টুটুর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বিজ্ঞাপন
শান্তিতে নোবেলজয়ী ডেসমন্ড টুটুর মৃত্যুর খবর রোববার নিশ্চিত করেছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। মৃত্যুকালে বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতা ডেসমন্ড টুটুর বয়স হয়েছিল ৯০ বছর। বর্ণবৈষম্যের প্রথা বিলুপ্ত করার সংগ্রামে ভূমিকা রাখার জন্য ১৯৮৪ সালে ডেসমন্ড টুটুকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়।
এনআই/জেডএস