সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ক্রেতা সেজে বিক্রেতাকে নিদিষ্ট স্থানে ডেকে এনে মোটরসাইকেল চালিয়ে দেখার নাম করে পালিয়ে যেতে একটি চক্র।

সোমবার (২৭ ডিসেম্বর) চট্টগ্রামের মিরসরাই থেকে চক্রের দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার দুজন হলেন- মেহেরাজ হোসেন চৌধুরী (২০) ও শাহরিয়ার হোসেন সাব্বির (২০)। 

আসামিদের অপরাধের ধরন বর্ণনা করে বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান ঢাকা পোস্টকে বলেন,  আসামিরা বিভিন্ন নামে বেনামে ভুয়া ফেসবুক আইডি খুলে নিজ পরিচয় গোপন রেখে ভুল তথ্য দেওয়া দিতেন। প্রোফাইলে অন্যজনের ছবি দিতেন। এছাড়া মোবাইল নম্বরও থাকত নতুন এবং অন্য কারো নামে রেজিস্ট্রেশন করা।

তারা ফেসবুকে বিভিন্ন সেলস রিলেটেড গ্রুপ ও পেজে গিয়ে মূল্যবান জিনিস ক্রয়ের ব্যাপারে আগ্রহ প্রকাশ করতেন। এরপর বিক্রেতার সঙ্গে ম্যাসেঞ্জারে সপ্তাহ খানেক ধরে যোগাযোগ রেখে সখ্যতা তৈরি করতেন। গাড়ির ছবি ও বিভিন্ন তথ্য আদান-প্রদান করে একপর্যায়ে নিজেদেরকে এমনভাবে উপস্থাপন করতেন যে বিক্রেতাও তাদের সব কথাই বিশ্বাস করতেন।

মোহাম্মদ কামরুজ্জামান বলেন, আসামিরা নিজেকে সচ্ছল পরিবারের সন্তানের পরিচয় দিতেন বিক্রেতাদের কাছে। পণ্য ক্রয়ের কথা বলে কৌশলে বিক্রেতার ঠিকানা জেনে নিয়ে বিক্রেতাদের কোলাহলপূর্ণ জায়গায় নিয়ে যেতেন। এছাড়া মোটরসাইকেল বা অন্য কোনো জিনিস ক্রয়ের কথা বলে বিক্রেতাদের আসতে বলে। যেদিন আসার কথা বলে সেদিন আসামিরা বিক্রেতাদের বলেন যে তারা ব্যস্ত আছে। তারা অন্য লোক পাঠাচ্ছে মোটরসাইকেল দেখার জন্য। কিন্তু তারা নিজেরাই চলে আসতেন। বিষয়টিকে আড়াল করার জন্য ফেসবুকে তাদের ভুয়া ছবি ব্যবহার করতেন। পণ্য বিক্রেতা সেটা বিশ্বাস করে তাদের সঙ্গে দেখা করতে আসতেন। এরপর মোটরসাইকেল হলে চালিয়ে দেখার কথা বলে তা নিয়ে পালিয়ে যেতো চক্রটি। আর মোবাইল বা অন্য জিনিস হলে কৌশলে সরে  যেতো জিনিসগুলো নিয়ে। পরে ফেসবুক আইডিটি ডিঅ্যাক্টিভেট ও মোবাইল বন্ধ করে দিয়ে আসামিরা ধরা ছোঁয়ার বাইরে চলে যেতেন।
 
ওসি বলেন, মোটরসাইকেল বিক্রয়ের উদ্দেশ্যে কিছুদিন আগে সেলবাজার ডটকমে পোস্ট করেন এক বিক্রেতা। তা দেখে আসামিরা  মোটরসাইকেল বিক্রেতাকে বালুছড়া এলাকায় আসতে বলেন। ১২ ডিসেম্বর বায়েজিদ বোস্তামী থানার বালুছড়া বাজারা এলাকায় আসামিদের কাছে বিক্রি করতে একজন মোটরসাইকেল আসেন। এরপর আসামিরা মোটরসাইকেলটি ট্রায়াল দেওয়ার কথা বলে মোটরসাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় মোটরসাইকেল মালিক বায়েজিদ বোস্তামী থানায় মামলা দায়ের করেন। 

তিনি আরও বলেন, পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় চট্টগ্রামের মিরসরাই থেকে সোমবার তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মোটরসাইকেলও উদ্ধার করা হয়। এর আগেও তারা ফেনীতে প্রতারণা অভিযোগে গ্রেফতার হয়েছিলেন।

কেএম/ওএফ