রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে তরিকত ফেডারেশন
নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে সংলাপে যোগ দিয়েছে তরিকত ফেডারেশন।
সোমবার (২৮ ডিসেম্বর) বিকেলে সাত সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধি দল বঙ্গভবনে উপস্থিত হয়।
বিজ্ঞাপন
বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর নেতৃত্বে দলের অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউল হক চাঁদপুরীসহ দলের গুরুত্বপূর্ণ নেতারা।
আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে এ ব্যাপারে বিস্তারিত কথা বলবেন বলে জানিয়েছেন তারা।
বিজ্ঞাপন
এইউএ/এসএম