রাজধানীতে অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজা ও ১০ হাজার পিস ইয়াবাসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। যাত্রাবাড়ী থানা এলাকা থেকে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা হলেন- মো. রবিউল হোসেন, মো. দুলাল খান, মো. লালন খান, মো. এনামুল হক ও সুমাইয়া আক্তার। গ্রেপ্তারের সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করে পুলিশ।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন জানান, রোববার (৩১ জানুয়ারি) কয়েকজন মাদক ব্যবসায়ী ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকায় এনে বিক্রি করার জন্য যাত্রাবাড়ীর সিটি করপোরেশনের কাঁচা মালের আড়তের সামনে অবস্থান করছে এমন তথ্য পায় গোয়েন্দা ওয়ারী বিভাগ।

ওই তথ্যের ভিত্তিতে ডেমরা জোনাল টিম যাত্রাবাড়ীর সিটি করপোরেশনের কাঁচা মালের আড়ত এলাকায় অভিযান চালায়। অভিযানে সবজিবাহী পিকআপ থেকে ৫০ কেজি গাঁজা ও গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি পিকআপসহ মাদক ব্যবসায়ী রবিউল, দুলাল খান ও লালন খানকে গ্রেপ্তার করে।

অপর এক অভিযানে যাত্রাবাড়ীর সায়েদাবাদ জনপদ মোড়ে থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ এনামুল ও সুমাইয়া নামের দুজনকে গ্রেপ্তার করে গোয়েন্দা ওয়ারী বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার দুজন দেশের সীমান্তবর্তী জেলা ব্রাহ্মণবাড়িয়া থেকে গাঁজা ও কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকায় নিয়ে আসতো। এরপর রাজধানী ও আশপাশের এলাকার বিভিন্ন মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করতো।

গ্রেপ্তারদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জেইউ/এনএফ