চসিকে নির্বাচিত প্রার্থীদের গেজেট প্রকাশ
চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে নির্বাচিত প্রার্থীদের নাম ও ঠিকানা সম্বলিত গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (১ ফেব্রুয়ারি) ইসির উপসচিব (চলতি দায়িত্ব) মিজানুর রহমান স্বাক্ষরিত এ গেজেট প্রকাশ করা হয়।
বিজ্ঞাপন
গেজেটে বলা হয়, ৩১ জানুয়ারি বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র, সংরক্ষিত আসনের কাউন্সিলর এবং সাধারণ আসনের কাউন্সিলর (৩১ নম্বর সাধারণ আসনের কাউন্সিলর পদ ছাড়া) পদে নির্বাচনে নির্বাচিত প্রার্থীদের নাম ও ঠিকানা সম্বলিত গেজেটের ৫০ কপি প্রয়োজনীয় কার্যক্রম নেওয়ার জন্য পাঠানো হয়েছে।
এতে আরও বরা হয়, আদালতের কোনো স্থগিতাদেশ অথবা আইনগত কোনো জটিলতা না থাকলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণপূর্বক নির্বাচন কমিশন সচিবালয়কে জানানো জন্য অনুরোধ করা হলো। এছাড়া গেজেট বিজ্ঞপ্তির স্বীকারপত্র দেওয়ার জন্যও অনুরোধ করা হলো।
বিজ্ঞাপন
উল্লেখ্য, এর আগে গত বছরের ১৬ ফেব্রুয়ারি চট্টগ্রাম সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী একই বছরের ২৯ মার্চ চট্টগ্রাম সিটিতে ভোটগ্রহণ হওয়ারও কথা ছিল। করোনাভাইরাসের কারণে নির্বাচনের এক সপ্তাহ আগে গত ২১ মার্চ প্রথম দফায় চট্টগ্রাম সিটি নির্বাচন স্থগিত করা হয়। দ্বিতীয় দফায় ১৪ জুলাই পুনরায় চসিক নির্বাচন স্থগিত করা হয়। এ সময়ে চসিকের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয় নগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজনকে। প্রশাসকের মেয়াদের শেষ পর্যায়ে ২৭ জানুয়ারি ভোটের নতুন তারিখ নির্ধারণ করে ইসি। ২০১৫ সালের ২৮ এপ্রিল চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ করেছিল ইসি। এ সিটির মেয়াদ শেষ হয়েছিল ২০২০ সালের ৫ আগস্ট।
গেজেট দেখতে এখানে ক্লিক করুন>>>
এসআর/এসএম