ইসলামিক ফাউন্ডেশনের নতুন ডিজি মুশফিকুর রহমান
ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (ডিজি) হয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব ড. মো. মুশফিকুর রহমান।
সোমবার (০১ ফেব্রুয়ারি) তাকে নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বিজ্ঞাপন
অন্যদিকে, ইসলামিক ফাউন্ডেশনের বর্তমান মহাপরিচালক আনিস মাহমুদকে (অতিরিক্ত সচিব) টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য করা হয়েছে।
একই প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান হয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. তাজুল ইসলাম।
বিজ্ঞাপন
অন্যদিকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব মো. কামরুজ্জামানকে শ্রম অধিদপ্তরের মহাপরিচালক এবং পরিকল্পনা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব ফৌজিয়া জাফরিনকে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য করা হয়েছে।
এসএইচআর/জেডএস