তিন অতিরিক্ত সচিবকে বদলি
তিন অতিরিক্ত সচিবের দপ্তর বদল করেছে সরকার। সোমবার (১ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এর মধ্যে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব ড. শাহিদা আক্তারকে মন্ত্রিপরিষদ বিভাগে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) ফারহিনা আহমেদকে অর্থ বিভাগের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়েছে।
বিজ্ঞাপন
এছাড়াও পরিকল্পনা বিভাগের অতিরিক্ত সচিব খন্দকার আহসান হোসেনকে সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের প্রোগ্রাম কো-অর্ডিনেটরের দায়িত্ব পালনের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে সংযুক্ত করা হয়েছে।
এসএইচআর/এফআর
বিজ্ঞাপন