‘অভিযান-১০’ লঞ্চে আগুনে আহতদের চিকিৎসার খোঁজ নিলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

সোমবার (৩ জানুয়ারি) রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আহতদের দেখতে যান এবং চিকিৎসার খোঁজ খবর নেন তিনি। এ সময় তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

এ সময়  শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন, পরিচালক ডা. আবুল কালাম এবং বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক উপস্থিত ছিলেন।

‘এমভি অভিযান-১০’ লঞ্চে অগ্নিদগ্ধদের মধ্যে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন ১৩ জন। ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ৩ জন মারা গেছেন। সুস্থ হয়ে ফিরে গেছেন ৫ জন।

উল্লেখ্য, গত ২৩ ডিসেম্বর মধ্যরাতে ‘অভিযান-১০’ লঞ্চে আগুন লাগে। প্রতিমন্ত্রী খবর পেয়ে ওইদিন সকালে ঢাকা থেকে সড়কপথে ঝালকাঠির উদ্দেশে রওনা দেন। পথে বরিশালে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ঝালকাঠি হাসপাতালে দগ্ধদের দেখতে যান। তাদের চিকিৎসার খোঁজ-খবর নেন। বিকেলে তিনি ঘটনাস্থলে অগ্নিদগ্ধ লঞ্চটি পরিদর্শন করেন। ওইদিন রাতে ঢাকায় ফিরে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দগ্ধদের দেখতে যান।

সূত্র : বাসস

জেডএস