দুই বছরের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ঢাকায়
কুয়াশায় আচ্ছন্ন রাজধানী/ ফাইল ছবি
গত দুই বছরের মধ্যে সবচেয়ে কম তাপমাত্রা বিরাজ করছে ঢাকায়। পাশাপাশি দেশের অন্যান্য জায়গাতেও তাপমাত্রা কমেছে অনেক বেশি। কোথাও কোথাও তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া দেশের অধিকাংশ স্থানে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।
সোমবার (১ ফেব্রুয়ারি) রাতে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক ঢাকা পোস্ট-কে বলেন, গত দুই বছর অর্থাৎ ২০১৯ ও ২০২০ সালে ঢাকায় ১০ ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা ছিল। কিন্তু চলতি বছরে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা বিরাজ করছে। এর আগে ২০১৮ সালে ১০ ডিগ্রির নিচে নেমেছিল ঢাকার তাপমাত্রা।
বিজ্ঞাপন
দেশের অধিকাংশ এলাকায় বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ আর কতদিন থাকবে- জবাবে তিনি জানান, কাল থেকে ঢাকাতেও তাপমাত্রা বাড়তে থাকবে। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানেও ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আরও দুই থেকে তিনদিন দেশের বিভিন্ন স্থানে শীতের তীব্রতা থাকবে। সাধারণত ছয় ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা থাকলে বলা হয় তীব্র শৈত্যপ্রবাহ। যা দেশের শ্রীমঙ্গলে বয়ে যাচ্ছে।
আবহাওয়া অফিস থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রায় নেমেছে পাঁচ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসে। দেশের প্রায় অধিকাংশ এলাকায় বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ।
বিজ্ঞাপন
আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বিভিন্ন জায়গায় আবহাওয়া শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা থেকে ঘন কুয়াশা পড়তে পারে। দিনের তাপমাত্রা ও রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
শৈত্যপ্রবাহ বয়ে যাওয়া এলাকার মধ্যে রয়েছে, নীলফামারী, চুয়াডাঙ্গা ও মৌলভীবাজার জেলা। ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও রাজশাহী বিভাগ, রংপুর বিভাগের অন্যান্য জায়গাসহ সীতাকুণ্ড, রাঙ্গামাটি, কুমিল্লা, ফেনী, সন্দ্বীপ, হাতিয়া অঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
অন্যদিকে, ঢাকায় বাতাসের গতি ও দিক- উত্তরপশ্চিম/উত্তর দিক থেকে ঘণ্টায় (০৬-১২) কিলোমিটার।
সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। সোমবার সন্ধ্যা ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৪৯ শতাংশ। ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ৩৯ মিনিটে।
একে/এফআর