হত্যা মামলায় মির্জানগর ইউনিয়নের চেয়ারম্যান গ্রেফতার
ফেনীর পরশুরামের দোকান কর্মচারী শাহীন চৌধুরী হত্যা মামলার আসামি মির্জানগর ইউনিয়নের চেয়ারম্যান নুরুজ্জামান ভুট্টুকে গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার (৪ জানুয়ারি) রাতে টঙ্গীর চেরাগআলী থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।
বিজ্ঞাপন
তিনি বলেন, দোকানের পাওনা টাকা চাওয়ায় ক্ষিপ্ত হয়ে গত বছরের ২৩ ডিসেম্বর জেলার পরশুরাম থানার দক্ষিণ কোলাপাড়া এলাকায় কয়েকজনে মিলে শাহীন চৌধুরীকে পিটিয়ে হত্যা করে।
এ ঘটনায় নিহতের স্ত্রী মোছা. ফিরোজা বেগম ঘটনার পরদিন পরশুরাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর র্যাব ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায় নুরুজ্জামান ভুট্টুকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, নুরুজ্জামান হত্যার ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে ফেনী জেলার পরশুরাম থানায় ১টি হত্যা মামলাসহ ২টি মামলা রয়েছে। তাকে পরশুরাম থানায় হস্তান্তর করা হয়েছে।
কেএম/আইএসএইচ