কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক হলেন মাহমুদুল হক
কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক পদে নিয়োগ পেয়েছেন মো. মাহমুদুল হক। তিনি এতদিন কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের যুগ্ম সচিব হিসেবে কর্মরত ছিলেন।
সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে এ পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। একই প্রজ্ঞাপনের মাধ্যমে ক্রীড়া পরিদপ্তরের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার এ কে এম মাসুদুর রহমান।
বিজ্ঞাপন
এছাড়া বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের মহাপরিচালক মো. জাহাঙ্গীর কবিরকে বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের সদস্য করা হয়েছে।
অন্যদিকে বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের পরিচালক হয়েছেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সচিব (যুগ্ম সচিব) মো. কবিরুল হাসান।
বিজ্ঞাপন
এসএইচআর/এফআর