রাজধানীর কদমতলী থানার শ্যামপুরের বিক্রমপুর প্লাজা এলাকায় ট্রেনে কাটা পড়ে আলামিন (১৮) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১১ জানুয়ারি) রাত পৌনে ৮টায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বন্ধু জুবায়ের ঢাকা পোস্টকে বলেন, আমি আর আলামিন খুব ভালো বন্ধু। সন্ধ্যায় আমরা ঘুরতে বের হই।রেললাইনের পাশে বসে গল্প করছিলাম। পরে সে আমাকে বাদাম কিনে আনতে বলে। আমি বাদাম কিনে ফিরে এসে দেখি তার পা কেটে গেছে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

তিনি আরও জানান, আলামিন কবি নজরুল কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এ বছর এসএসসি পরীক্ষা দেবে। ঢাকা থেকে নারায়ণগঞ্জগামী একটি ট্রেনে সে কাটা পড়ে। আমি বুঝতে পারলাম না সে কীভাবে ট্রেনে কাটা পড়ল।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, ট্রেনে কাটা পড়ে এক কিশোর নিহত হয়েছে। তার পরিবার এসেছে। আমরা রেলওয়ে পুলিশকে বিষয়টি জানিয়েছি।

এসএএ/এসকেডি