উখিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে রেড ক্রিসেন্ট
কক্সবাজারের উখিয়া ক্যাম্পে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা শরণার্থীদের মাঝে কম্বল বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। পাশাপাশি সংস্থাটি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য তাঁবু স্থাপন করেছে।
মঙ্গলবার (১১ জানুয়ারি) রেড ক্রিসেন্ট থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
সংস্থাটি জানায়, ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিসর (আইএফআরসি) সহায়তায় সোমবার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ৮০০ পরিবারের মাঝে দুই হাজার কম্বল বিতরণ করে কক্সবাজারে সোসাইটির হেড অব অপারেশনস এম এ হালিম। আর আগুনে ক্ষতিগ্রস্থ পারিবারগুলোর অস্থায়ী আশ্রয়ের জন্য সোসাইটির স্বেচ্ছাসেবকদের সহায়তায় স্থাপন করা হয়েছে ৪০০ তাঁবু।
গত ৯ জানুয়ারি ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর আগে ২ জানুয়ারি উখিয়ার বালুখালী ২০ নম্বর ক্যাম্পে জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা (আইওএম) পরিচালিত করোনা হাসপাতালে আগুন লাগে। এতে কেউ হতাহত না হলেও হাসপাতালের আইসোলেশন সেন্টারের বেশ কয়েকটি কেবিন পুড়ে যায়।
বিজ্ঞাপন
এনআই/এনএফ