ষড়যন্ত্রের অংশ হিসেবে আল জাজিরায় প্রতিবেদন: স্বরাষ্ট্রমন্ত্রী
আল জাজিরার প্রতিবেদন দেশবিরোধী ষড়যন্ত্রের অংশ হিসেবে প্রকাশ করা হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, এ প্রতিবেদনের কোনো ভিত্তি নেই। একটি গোষ্ঠীর প্ররোচণায় এ গণমাধ্যমটি হলুদ সাংবাদিকতা করেছে।
বুধবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর হাতিরঝিলে পুলিশ প্লাজা কনকর্ডে নৌ পুলিশের বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন শেষে মন্ত্রী এ মন্তব্য করেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এরইমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইএসপিআর এ প্রতিবেদনের প্রতিবাদ দিয়েছে। আমি মনে করি, এ প্রতিবেদনে সাংবাদিকতার কোনো মানদণ্ড মানা হয়নি। পুরো প্রতিবেদনটি তথ্য ভিত্তিতে ছিল না। দেশবিরোধী ষড়যন্ত্রের অংশ হিসেবে একটি গোষ্ঠী বিশেষ উদ্দেশে এটা করেছে।
বিজ্ঞাপন
সাম্প্রতিক সময়ে দেশব্যাপী ভেজাল মদ খেয়ে কয়েকজন মৃত্যুর ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী এ ভেজাল মদ বাজারজাত করছিল, পুলিশ এরইমধ্যে তাদের চিহ্নিত করেছে। সরকারি একটি প্রতিষ্ঠান মদ উৎপাদন করছে, তারা নিয়মিত উৎপাদন করছে, এছাড়া মদ আমদানিতে কোনো সমস্যা নেই বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
মিয়ানমারের সাময়িক অভ্যুত্থান প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, মিয়ানমারে যেটা হয়েছে সেটা তাদের অভ্যন্তরীণ বিষয়। তবে এরপর যেন নতুন করে কোনো অনুপ্রবেশ না ঘটে সেজন্য সীমান্তে অতিরিক্ত নজরদারি রয়েছে।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দীন, নৌ পুলিশ প্রধান ডিআইজি আতিকুল ইসলাম, পুলিশ সুপার (ক্রাইম ও অপারেশন) ড. আ ক ম আখতারুজ্জামান বসুনিয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আল জাজিরায় ‘অল দ্য প্রাইম মিনিস্টারস ম্যান’ শিরোনামে প্রকাশিত সংবাদটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, ভিত্তিহীন ও বানোয়াট দাবি করে তা প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ দাবি করেছে।
বিবৃতিতে বলা হয়, প্রতিবেদনে যে নির্দিষ্ট ব্যক্তির কথা বলা হয়েছে তার সঙ্গে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের জড়িত থাকার কোনো প্রমাণ প্রতিস্থাপন করতে পারেনি সংবাদমাধ্যমটি। তাছাড়া অভিযুক্ত যে ব্যক্তির কথা বলা হচ্ছিল, সংবাদমাধ্যমটি তাকে সাইকোপ্যাথ হিসেবে বর্ণনা করেছে।
এমন সাইকোপ্যাথ বা মানসিক ভারসাম্যহীন একজন মানুষের কথায় সংবাদমাধ্যমটির চূড়ান্ত সিদ্ধান্ত তথা সংবাদটি প্রকাশ করার মাধ্যমে দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছে। প্রতিবেদনটির প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআরও।
এনএম/জেডএস