কাঁচপুরে বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে লেগুনাচালক নিহত
নারায়ণগঞ্জের কাঁচপুরে বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে মো. ফারুক (৩৫) নামে এক লেগুনাচালক নিহত হয়েছেন।
শনিবার (১৫ জানুয়ারি) দুপুর সোয়া ২টায় তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
নিহতের ভাই মোশারফ ঢাকা পোস্টেকে বলেন, আমার ভাই পেশায় একজন লেগুনাচালক। কাঁচপুর একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আমার ভাই গুরুতর আহত হয়। পরে আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, এ ঘটনায় বাসটিকে আটক করা গেলেও চালক পালিয়ে গেছে বলে শুনেছি। আমাদের বাসা নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার তারাবো আঁটি বাজার এলাকায়।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মরদেহটি ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে।
এসএএ/ওএফ