ট্রাকে করে বিশেষ কায়দায় পাচারের সময় ১৯ হাজার ৫০০ পিস ইয়াবা জব্দসহ মো. মতিন (৬০) নামে এক ইয়াবা কারবারিকে আটক করেছে র‍্যাব। জব্দকৃত ইয়াবার আনুমানিক দাম ৬০ লাখ টাকা।

শনিবার (১৫ জানুয়ারি) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর ফতেপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।  

র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি ইয়াবা কারবারিরা একটি ট্রাকে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে ফেনীর ফতেপুর এলাকার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে র‍্যাব সদস্যরা। এ সময় একটি ট্রাক সংকেত দেওয়ার পরও না থামিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া দিয়ে আটক করা হয়। তখন মতিন নামে একজনকে আটক করা হয়েছে। 

পরে আটক মতিন দেখিয়ে দিলে ট্রাকের ড্রাইভিং সিটের নীচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৯ হাজার ৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।   

তিনি আরও বলেন, মতিন দীর্ঘদিন ধরে কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করত। পরে তা চট্টগ্রামসহ দেশের অন্যান্য অঞ্চলের মাদক কারবারিদের কাছে পাচার করত। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা। ট্রাকটি জব্দ করা হয়েছে।  

কেএম/এইচকে