ইউটিউব থেকে ইভিএমে ভোট দেওয়ার পদ্ধতি শিখেছেন তিনি
ঘড়িতে তখন সকাল ৯টা বেজে ৪৪ মিনিট। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জমজমাট হয়ে উঠেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট।
মহানগরীর পশ্চিম দেওভোগ এলাকায় ১৬ নম্বর ওয়ার্ডের ভোটারদের স্লিপ দেওয়া হচ্ছিল শিশুবাগ বিদ্যালয় কেন্দ্রের সামনে রাস্তার ওপর পেতে রাখা টেবিল থেকে। ভোটাররা শিশুবাগ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন। এই কেন্দ্রের সামনে ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
বিজ্ঞাপন
সেই কেন্দ্রের সামনে দাঁড়িয়ে ছিলেন মোহাম্মদ কুদ্দুস নামে একজন। তিনি বললেন, আধাঘণ্টা আগে ভোট দিয়েছেন। তার পরিবারের তিনজন ভোটারও এসেছেন।
শিশুবাগ বিদ্যালয় ভোট কেন্দ্রে নারী ভোটারের সংখ্যা ২ হাজার ৬৮ জন। নারী ভোটারদের একজন শায়লা বেগম। তিনি বলেন, আমি, আমার ননদ জহুরা আক্তারকে নিয়ে এই কেন্দ্রে ভোট দিতে এসেছি। জোহুরা আক্তারও একজন ভোটার।
বিজ্ঞাপন
তিনি বলেন, নাগরিক দায়িত্ব পালনের জন্য আমি ভোট দিচ্ছি। সেই সঙ্গে আমি চাইছি- এলাকার উন্নয়ন যেন আরও বেগবান হয় । আমরা সুস্থ পরিবেশ চাই , সুষ্ঠু নির্বাচনের পরিবেশ দেখতে চাই। আমি ইভিএমে ভোট দেওয়ার বিষয়টি ইউটিউব থেকে দেখেছি । কিভাবে ইভিএমে ভোট দিতে হয় তা আমি জানি। এবার প্রথমবারের মতো আমি ইভিএমে ভোট দিচ্ছি। আমার অনেক ভালো লাগছে।
নারীদের ভোট দেওয়ার একটি কক্ষে ভোটার সংখ্যা ৬১৪। সকাল ৯টা ৫০ মিনিট পর্যন্ত সেখানে ২৯ জন নারী ভোট দিয়েছেন- এই তথ্য জানিয়ে দায়িত্বরত সহকারি প্রিজাইডিং অফিসার মো. সেলিম মাতব্বর বললেন , ইভিএমে কিভাবে ভোট দিতে হয় তা আমরা ভোটারদের আগেই শিখিয়েছি। এখন যারা ইভিএমে ভোট দিতে পারছেন না বা কোনো সহযোগিতা লাগছে তাদের আমরা সহায়তা করছি।
পিএসডি/এনএফ