গেল কয়েকদিন ধরে বাংলাদেশে ব্যাপক আলোচনায় রয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন। এই নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৮টায়। ২৭টি ওয়ার্ডের ১৯২টি কেন্দ্রে ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে টানা দুইবার মেয়রের দায়িত্বে থাকা আওয়ামী লীগের সেলিনা হায়াৎ আইভী ও স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকারের মধ্যে। 

নির্বাচনের লাইভ আপডেট জানাচ্ছে ঢাকা পোস্ট টিম।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে বিকেল ৪টায়। ভোটগ্রহণ শেষে এখন চলছে গণনা।

নির্বাচনে একটা ধাক্কাধাক্কি হয়নি, ভোট দিয়ে বের হয়ে বললেন শামীম ওসমান। তিনি বলেন, জয় পরাজয় আছে। নির্বাচনে একজন জিতবেন আরেকজন হারবেন। কিন্তু দেশটা তো আমাদের সবার, সবাই মিলে দেশটা গড়তে হবে। 

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট দিয়েছেন শামীম ওসমান

বাবুরাইল বালক ও বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আবদুস সালাম বলেন, এ কেন্দ্রে মোট ভোটার রয়েছে ২ হাজার ২৫২ জন। এরমধ্যে ৯৭২ জন ভোট দিয়েছেন।

গণ বিদ্যা নিকেতন উচ্চ বিদ্যালয়ে মোট তিনটি কেন্দ্র। এর মধ্যে প্রথম কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মোতালেব খান ঢাকা পোস্টকে জানান, ৩ হাজার ৫৫৩ জন ভোটারের মধ্যে আড়াইটা পর্যন্ত ১ হাজার ৪৩৩ জন মানুষ ভোট দিয়েছেন। দ্বিতীয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার নজরুল ইসলাম বলেন, এ কেন্দ্রে মোট ২ হাজার ৯০৬ জন ভোটার রয়েছেন। আমি সর্বশেষ ২টা পর্যন্ত হিসেব করেছি। ২টা পর্যন্ত ১ হাজারেরও বেশি ভোটার ভোট দিয়েছেন। অন্যদিকে, তৃতীয় কেন্দ্রে ২ হাজার ৭০২ ভোটারের মধ্যে আড়াইটা পর্যন্ত ১ হাজার ১০০ ভোট পড়েছে। এ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. আবু জাফর ঢাকা পোস্টকে এ তথ্য জানান।

নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজ কেন্দ্রে দুপুর সোয়া দুইটা পর্যন্ত প্রায় ৫০ শতাংশ ভোটার ভোট দিয়েছেন বলে জানিয়েছেন এ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো.নজরুল ইসলাম। এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ হাজার ২৯১ জন।

ভোটের শুরুতে উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে জনসমাগম। উৎসবমুখর পরিবেশে ভোট দিতে কেন্দ্রে হাজির হন ভোটাররা।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ভোটগ্রহণ চলছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট দিচ্ছেন ভোটাররা। রোববার সকাল ৮টা থেকে সবগুলো কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

শিশুবাগ বিদ্যালয়ের নারী কেন্দ্রে ভোট দিয়েছেন সেলিনা হায়াৎ আইভী। ভোট দিয়ে বের হয়ে তিনি বলেন, নিরপেক্ষ নির্বাচন হলে আমি জিতবোই।

শিশুবাগ বিদ্যালয় নারী কেন্দ্রে ভোট দিতে এলেন সেলিনা হায়াৎ আইভী।

নির্বাচন উপলক্ষে ১৪ প্লাটুন বিজিবি মাঠে রয়েছে। শনিবার বিকেল থেকে বিজিবির টহল চললেও আজ (রোববার) সকালে থেকে টহল বেড়েছে। প্রতিটি কেন্দ্রে বিজিবির একাধিক গাড়ি যাচ্ছে এবং নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

শিশুবাগ বিদ্যালয় (দেওভোগ) কেন্দ্রে ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো। এই কেন্দ্রে ভোট দেবেন আওয়ামী লীগের সেলিনা হায়াৎ আইভী।

একটি কেন্দ্রে এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন তৈমূর আলম খন্দকার। এছাড়া জাতীয় পরিচয়পত্র ছাড়া ভোট কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ তার।

মঙ্গল বেপারী নামে একজন ভোটার জানান, সকাল ৮টা থেকে প্রায় ৩০ মিনিট বুথের সামনে দাঁড়িয়ে আছেন তিনি। কিন্তু ভোট দিতে পারছি না।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপির বহিষ্কৃত নেতা ও স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার। লক্ষাধিক ভোটের ব্যবধানে জেতার আশাবাদ ব্যক্ত করেন তিনি। রোববার সকাল সাড়ে ৮টায় নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদরাসা কেন্দ্রে ভোট দেওয়া শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

শীত আর কুয়াশা উপেক্ষা করেই সকালে ভোটাররা দলে দলে কেন্দ্রগুলোতে ভিড় করছেন। ভোটকে কেন্দ্র করে তাদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা দেখা গেছে।

এনএফ