চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার বটতলা এলাকায় সীতাকুণ্ড ফিলিং স্টেশনে রাখা তেলবাহী একটি ট্যাংক-লরির ভেতর থেকে নুরুল ইসলাম শাহীন (২১ ) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (১৫ জানুয়ারি) রাতে ট্যাংক-লরির পেছনের ক্যাবিন থেকে কম্বল পেঁচানো রক্তাক্ত মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মো. নুরুল ইসলাম (২১) ফেনী সোনাগাজীর মহেশ্বর গ্রামের মো. বদিয়াল জামালের ছেলে। তিনি নগরের পাহাড়তলী থানার ফিরোজশাহ কলোনির কলাবাগানের মো. আলী লাইন রোড এলাকায় বসবাস করতেন।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে বটতলা এলাকার ট্যাংক-লরির ক্যাবিনে কম্বল পেঁচানো যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি হত্যা নাকি দুর্ঘটনা, তা তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওই ঘটনার পর লরির চালক পলাতক রয়েছেন— জানান সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

পুলিশ জানায়, নিহত নুরুল ইসলাম ওই গাড়ির চালকের সহকারী। ফিলিং স্টেশনে পার্কিং করে রাখা একটি লরির ভেতরে মরদেহ আছে— এমন তথ্য দিয়ে একটি নম্বর থেকে ওই ফিলিং স্টেশনে কল করেন অজ্ঞাত এক ব্যক্তি। পরে ফিলিং স্টেশনের ব্যবস্থাপক সীতাকুণ্ড থানায় খবর দেন।

লরির ভেতরে মরদেহটি কম্বল পেঁচানো অবস্থায় ছিল। মাথায় রক্তাক্ত জখম ছিল।

কেএম/এমএআর/