ভোট দিতে পেরে খুশি আশি-ঊর্ধ্ব জোহরা
চলছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচন। এখন পর্যন্ত সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে। বাধাহীন ভোট দিতে পেরে খুশি ভোটাররা।
নগরীর শিশুবাগ বিদ্যালয়ের নারী কেন্দ্রে রোববার সকাল ১০টায় ভোট দিতে আসেন স্থানীয় জোহরা খাতুন। বয়স আশির অধিক। ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।
বিজ্ঞাপন
ঢাকা পোস্টকে জোহরা খাতুন বলেন, কোনো বাধা নেই, কোনো ঝামেলা নেই। পরিস্থিতি অত্যন্ত ভালো। ভোট দিতে কোনো সমস্যা হয়নি।
মোহাম্মদ জিয়া নামের আরেক ভোটার বলেন, এখানে সুষ্ঠুভাবেই ভোট হচ্ছে। সবাই লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন।
বিজ্ঞাপন
শিশুবাগ বিদ্যালয়ে রয়েছে দুটি কেন্দ্র। একটি পুরুষ আরেকটি নারীদের জন্য। পুরুষ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আবু খালেদ ঢাকা পোস্টকে বলেন, এ কেন্দ্রের ভোটার সংখ্যা দুই হাজার ১৯ জন। সকাল সাড়ে ৯টা পর্যন্ত আট শতাংশ ভোট পড়েছে।
নারী কেন্দ্রের প্রিজাইডিং অফিসার নারায়ণ চন্দ্র মণ্ডল বলেন, মোট ভোটার দুই হাজার ৬৮ জন। সকাল ৯টা ১০ মিনিট পর্যন্ত চার শতাংশ ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন।
এ কেন্দ্রে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীক নিয়ে মেয়রপ্রার্থী সেলিনা হায়াত আইভীর ভোট দেওয়ার কথা রয়েছে। সকাল সাড়ে ১০টা পর্যন্ত তিনি ভোটকেন্দ্রে আসেননি।
রোববার সকাল ৮টায় শুরু হয় ভোটগ্রহণ। ১৯২টি কেন্দ্রে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। সব কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম পদ্ধতিতে ভোট হচ্ছে।
গত ৩০ নভেম্বর নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। নির্বাচনে মেয়র পদে সাত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীক নিয়ে সেলিনা হায়াত আইভী। এর আগে দুবার নাসিকের মেয়র নির্বাচিত হন তিনি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে হাতি প্রতীক নিয়ে নির্বাচন করছেন বিএনপির বহিষ্কৃত নেতা তৈমূর আলম খন্দকার, খেলাফত মজলিসের এ বি এম সিরাজুল মামুন দেয়ালঘড়ি, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মো. মাছুম বিল্লাহ হাতপাখা, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. জসীম উদ্দিন বটগাছ, বাংলাদেশ কল্যাণ পার্টির মো. রাশেদ ফেরদৌস হাতঘড়ি এবং স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচন করছেন।
এছাড়া সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ১৪৮ জন এবং সংরক্ষিত নয়টি ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩২ জন।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা পাঁচ লাখ ১৭ হাজার ৩৬১ জন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৫৯ হাজার ৮৪৬ জন এবং নারী ভোটার দুই লাখ ৫৭ হাজার ১১১ জন। ট্রান্সজেন্ডার ভোটার রয়েছেন চারজন।
এসএইচআর/এমএআর/