ফাইল ছবি

১ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া অমর একুশে বইমেলা পিছিয়ে যাওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে বিষয়টি নিয়ে নিশ্চিত করে কারও বক্তব্য পাওয়া যাচ্ছে না।  

১ ফেব্রুয়ারির বদলে ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এবারের বই মেলা- এমন খবরের বিষয়ে জানতে চাইলে মেলা আয়োজক কমিটির সদস্য সচিব জালাল আহমেদ বলেন, আমরা এখনও আনুষ্ঠানিক এরকম কোনো সিদ্ধান্ত পাইনি। তবে মেলা পেছানোর বিষয়টি শুনেছি।

তিনি বলেন, সংস্কৃতি মন্ত্রণালয়ের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শুনেছি। 

কী কারণে মেলা পেছাচ্ছে সে সম্পর্কেও নিশ্চিত কোনো বক্তব্য পাওয়া না গেলেও করোনা ভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির কারণেই মেলা পেছাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। 

২০২১ সালেও নির্ধারিত সময়ে শুরু হয়নি বইমেলা। সেবার মেলা শুরু হয় ১৮ মার্চ।  
 
গত বছরের শেষের দিকে করোনা সংক্রমণ কম থাকায় পরিস্থিতি দৃশ্যত স্বাভাবিক হয়ে এসেছিল। সে ধারায় নির্ধারিত সময়ে এবার শুরু হয়েছে আন্তর্জাতিক বাণিজ্য মেলাও। তিনদিনের ট্যাব ও স্মার্টফোন মেলাও অনুষ্ঠিত হয়েছে জানুয়ারিতে। 

এএইচআর/এনএফ