চলছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন। সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ, চলবে বিকেল ৪টা পর্যন্ত। 

বিকেল তিনটা পর্যন্ত ভোটকেন্দ্রের পরিস্থিতি 

নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ হাজার ২৯১ জন। এরমধ্যে দুপুর সোয়া দুইটা পর্যন্ত প্রায় ৫০ শতাংশ ভোটার ভোট দিয়েছেন বলে জানিয়েছেন এ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. নজরুল ইসলাম।

তিনি ঢাকা পোস্টকে বলেন, সকাল থেকে ভোটারদের উপস্থিতি অনেক বেশি ছিল। এখন দুপুর, খাওয়ার সময়। এজন্য ভোটার উপস্থিতি কম। তবে একটু পর আবার বাড়বে। 

গণ বিদ্যা নিকেতন উচ্চ বিদ্যালয়ে মোট তিনটি কেন্দ্র। এরমধ্যে প্রথম কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মোতালেব খান ঢাকা পোস্টকে জানান, ৩ হাজার ৫৫৩ জন ভোটারের মধ্যে দুপুর আড়াইটা পর্যন্ত ১ হাজার ৪৩৩ জন ভোট দিয়েছেন।

দ্বিতীয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার নজরুল ইসলাম বলেন, এ কেন্দ্রে মোট ২ হাজার ৯০৬ জন ভোটার রয়েছেন। আমি সর্বশেষ দুপুর ২টা পর্যন্ত হিসাব করেছি। দুপুর ২টা পর্যন্ত ১ হাজারেরও বেশি ভোটার ভোট দিয়েছেন।

অন্যদিকে, তৃতীয় কেন্দ্রে ২ হাজার ৭০২ ভোটারের মধ্যে দুপুর আড়াইটা পর্যন্ত ১ হাজার ১০০ ভোট পড়েছে। এ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. আবু জাফর ঢাকা পোস্টকে এ তথ্য জানান।

বিকেল পৌনে তিনটায় বাবুরাইল বালক ও বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, ভোট দিতে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছেন ভোটাররা।

কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আবদুস সালাম বলেন, এ কেন্দ্রে মোট ভোটার রয়েছেন ২ হাজার ২৫২ জন। এরমধ্যে ৯৭২ জন ভোট দিয়েছেন। 

তিনি আরও বলেন, ইভিএমের কারণে বৃদ্ধ ভোটারদের ভোট সংগ্রহ করতে দেরি হচ্ছে। এছাড়া অনেকেই ইভিএমে সঠিকভাবে ভোট দিতে জানেন না। তাদেরকে শিখিয়ে দিতে হয়, এটাই সমস্যা। 

এসএইচআর/এইচকে