ঢাকার কেরানীগঞ্জে চাঞ্চল্যকর ও আলোচিত সাইমুন হত্যাকাণ্ডের মূলহোতা গ্লাস সুমনসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশের এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

রোববার (১৬ জানুয়ারি) দিবাগত রাতে ঢাকার কেরানীগঞ্জ থেকে তাদের গ্রেফতার করে র‍্যাব-১০ এর একটি দল।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, সোমবার বিকেল সাড়ে ৩টায় কারওয়ানবাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য যে, গত শনিবার রাতে কেরানীগঞ্জে সাইমুন নামে এক যুবককে হাত-পায়ের রগ কেটে হত্যা করে দুর্বৃত্তরা। কেরানীগঞ্জ মডেল থানার কালন্দি গোল্ডেন সেন্টারের পাশে তার ভাড়া বাসা থেকে ফোনে ডেকে হাত-পায়ের রগ কেটে মুক্তির বাগ বালুর মাঠে ফেলে রাখে।

স্থানীয়রা উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাইমুন ঢাকা জেলার দক্ষিণ ডিবির গাড়িচালক বলে জানিয়েছেন স্বজনরা। তিনি শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার শাহ আলম মোল্লার ছেলে।

নিহতের স্ত্রী মাহি আক্তার খুনের বিচার দাবি করেছেন। কেরানীগঞ্জ মডেল থানার এসআই মোতালেব হোসেন জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে।

জেইউ/এইচকে