মতিঝিলে বৃদ্ধের মরদেহ উদ্ধার
রাজধানীর মতিঝিলের ফুটওভার ব্রিজের নিচ থেকে আমির হোসেন (৭০) নামে এক বৃদ্ধ ভিক্ষুকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ময়ানতদন্তের জন্য মরদেহ বুধবার (১৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করে মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন,আমরা খবর পেয়ে মতিঝিল ফুটওভার ব্রিজের নিচ থেকে এক ভিক্ষুকের মরদেহ উদ্ধার করি। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে নিয়ে যাওয়া হয়।
তিনি আরও বলেন, আশপাশের লোক মুখে জানতে পারি তিনি ভিক্ষা করতেন। তার নাম জানা গেলেও পূর্ণাঙ্গ ঠিকানা পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
বিজ্ঞাপন
এসএএ/এনএফ