চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ৭০৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৯ দশমিক ০৫ শতাংশ।

শনিবার (২২ জানুয়ারি) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এর আগে শুক্রবার (২১ জানুয়ারি) চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়েছিলেন ১ হাজার ১৭ জন।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, চট্টগ্রামের ৭টি ল্যাবে ২ হাজার ৪২৩ জনের নমুনা পরীক্ষা করে ৭০৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে ৫৩১ জনই চট্টগ্রাম নগরের বাসিন্দা। বাকি ১৭৩ জনের মধ্যে লোহাগাড়ায় ৩, সাতকানিয়ায় ৬, বাঁশখালীতে ২, আনোয়ারায় ২৭, চন্দনাইশে ৮, পটিয়াতে ৬, বোয়ালখালীতে ৭, রাঙ্গুনিয়ায় ১৬, রাউজানে ২৩, হাটহাজারীতে ৩৪, ফটিকছড়িতে ২৮, মিরসরাইয়ে ১০, সীতাকুণ্ডে ১ ও সন্দ্বীপ উপজেলার ২ জন রয়েছেন।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ১০ হাজার ৯৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৮০ হাজার ৩৬২ জন। বাকি ২৯ হাজার ৭৩৫ জন বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত মোট ১ হাজার ৩৪৩ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৭২৮ জন নগরের। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬১৫ জনের।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।

কেএম/এমএইচএস