ফাইল ছবি

রাজধানীর ভাটারা থানার সাঈদনগর পানির পাম্পের পাশে একটি ঝুপড়ি ঘরে আগুন লাগে। পরে এ ঘটনাস্থল থেকে দগ্ধ অবস্থায় আনুমানিক ১০ বছর বয়সের এক প্রতিবন্ধী মেয়ে শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। 

শনিবার (২২ জানুয়ারি) রাতে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার দেওয়ান আজাদ ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, শনিবার রাত সোয়া ৮টার দিকে সাঈদনগর পানির পাম্পের পাশে একটি ঝুপড়ি ঘরে আগুন লাগার খবর পাই। খবর পেয়ে আমাদের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে যায়। রাত ৯টা ৯ মিনিটে আগুন নেভানো হয়। পরে সার্চ টিম ঝুপড়ি ঘরের ভেতর থেকে আনুমানিক ১০ বছর বয়সী এক মেয়ে শিশুর মরদেহ উদ্ধার করে।

প্রাথমিকভাবে জানা গেছে, শিশুটির নাম রাবেয়া আকতার মিম (১২), তার পিতা আবদুল মান্নান, গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবায়। পুলিশের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়েছে।

দেওয়ান আজাদ বলেন, ঝুপড়ি ঘরে কীভাবে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি। নিয়মিত তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

এমএসি/ওএফ