করোনা প্রাণ কেড়ে নিল আরও ৩৬ জনের, শনাক্ত ১১৩৪
করোনায় মৃত এক ব্যক্তির দাফন- ফাইল ছবি
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়ালো সাত হাজার ১৯২ জনে। একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও এক হাজার ১৩৪ জন। ফলে আক্রান্তের সংখ্যা বেড়ে চার লাখ ৯৬ হাজার ৯৭৫ জনে দাঁড়িয়েছে।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন দুই হাজার ২৩৯ জন। মোট সুস্থ হয়েছেন চার লাখ ৩১ হাজার ৫৯০ জন।
দেশে গত ৮ মার্চ প্রথম তিনজন করোনা আক্রান্ত রোগীর কথা জানায় সরকার। এর ঠিক ১০ দিন পর প্রথম রোগীর মৃত্যু হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে দেশে ১৪০টি পরীক্ষাগারে করোনার নমুনা পরীক্ষা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগৃহীত হয় ১২ হাজার ৭৭৬টি। অ্যান্টিজেন টেস্ট, জিন-এক্সপার্ট ও আরটি-পিসিআরের মাধ্যমে নমুনা পরীক্ষা হয়েছে ১৩ হাজার ১৯১টি। দেশে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩০ লাখ ৩৫ হাজার ৭২৮টি। এর মধ্যে সরকারিভাবে ২৪ লাখ ২১ হাজার ২৭৮টি আর বেসরকারিভাবে ছয় লাখ ১৪ হাজার ৪৫০টি।
গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার আট দশমিক ৬০ শতাংশ। এখন পর্যন্ত শনাক্তের হার ১৬ দশমিক ৩৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক ৮৪ শতাংশ, শনাক্ত বিবেচনায় মৃত্যু হার এক দশমিক ৪৫ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৬ জনের মধ্যে পুরুষ ২৭ ও নারী ৯ জন। এখন পর্যন্ত করোনায় পুরুষ মারা গেছেন পাঁচ হাজার ৪৮৯ জন এবং নারী এক হাজার ৭০৩ জন। শতকরা হিসেবে পুরুষ ৭৬ দশমিক ৩২ শতাংশ এবং নারী ২৩ দশমিক ৬৮ শতাংশ। ৩৬ জনের সবাই হাসপাতালে মারা গেছেন।
মারা যাওয়াদের মধ্যে বয়স বিবেচনায়, ষাটোর্ধ্ব রয়েছেন ২৯ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আছেন চার জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে আছেন দুজন এবং ৩১ থেকে ৪০ বছরের মধ্যে আছেন একজন।
মৃত ৩৬ জনের মধ্যে ঢাকা বিভাগে রয়েছেন ২০ জন, চট্টগ্রামে আট, রাজশাহীতে দুই, রংপুরে তিন এবং খুলনা, সিলেট ও ময়মনসিংহ বিভাগে রয়েছেন একজন করে।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া দুই হাজার ২৩৯ জনের মধ্যে ঢাকা বিভাগের রয়েছেন এক হাজার ৬৬৬ জন, চট্টগ্রামের ৪২৯, রংপুরের ১২, খুলনার ১৪, বরিশালের ২৬, রাজশাহীর ৪১, সিলেটের ৪৯ এবং ময়মনসিংহ বিভাগের রয়েছেন দুজন।
গত ২৪ ঘণ্টায় কোয়ারেন্টাইনে যুক্ত হয়েছেন ৬৩৬ জন। কোয়ারেন্টাইন থেকে ছাড় পেয়েছেন এক হাজার ৩৪৮ জন। এখন পর্যন্ত কোয়ারেন্টাইনে যুক্ত হয়েছেন পাঁচ লাখ ৯৫ হাজার ৪১৯ জন। ছাড় পেয়েছেন পাঁচ লাখ ৫৫ হাজার ২৯৫ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৪০ হাজার ১২৪ জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে যুক্ত হয়েছেন ১৭৯ জন এবং ছাড় পেয়েছেন ৮৯ জন। এখন পর্যন্ত আইসোলেশনে যুক্ত হয়েছেন ৯৪ হাজার ৫৪১ জন, আর ছাড় পেয়েছেন ৮২ হাজার আট জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১২ হাজার ৫৩৩ জন।
এফআর