অনুষ্ঠানে উপস্থিত মন্ত্রীসহ অন্যরা

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, স্বাধীনতা অর্জন আমাদের পরিচয় দিয়েছে, আত্মসম্মান দিয়েছে, দীর্ঘ হাজার বছরের অপমান থেকে আমাদের মুক্তি দিয়েছে। এই অর্জনের মহানায়ক জাতির জনক এবং তার সঙ্গে ছিলেন আরও লাখো নায়ক।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বিজয় দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। অনুষ্ঠানে পরিকল্পনা কমিশনের সদস্য ও পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব আসাদুল ইসলাম উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু ও শহীদদের বিভিন্ন ত্যাগের মাধ্যমে আমরা নিজের ভূমি পুনরুদ্ধার করেছি।

স্বাধীনতা অর্জনে আমাদের যার যার জায়গা থেকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে উল্লেখ করে এম এ মান্নান বলেন, শহীদরা আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন। তাদের ত্যাগের বিনিময়ে হলেও আমাদের দেশকে এগিয়ে নিতে কাজ করতে হবে। আমাদের সবার সুনির্দিষ্ট কাজের দায়িত্ব রয়েছে। আমাদের প্রত্যেকের কাজের ক্ষেত্র অত্যন্ত পরিষ্কার।

তিনি বলেন, ভাস্কর্য বিরোধিতার প্রসঙ্গে কিছু কথা এসেছে। বিষয়টি নিয়ে পুরো জাতিই চিন্তিত। সেজন্য এটা আবার বলতে হয়- মতভেদ থাকবে, চিন্তার পার্থক্য থাকবে। সেটাই মূলত মানুষের উজ্জীবনের প্রধান শক্তি।

পরিকল্পনামন্ত্রী আরও বলেন, আমরা পরিকল্পনা কমিশন ও মন্ত্রণালয় সরকারের একটি বড় অংশ। দেশের রূপরেখা তৈরিতে আমাদের ভূমিকা আছে, মূল্যায়নেও ভূমিকা আছে, সার্বিকভাবে রূপরেখা তৈরির জন্য যা যা লাগে সেটাও আমাদের পরিসংখ্যান ব্যুরো করে থাকে।

এসআর/এমএইচএস/জেডএস