ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বিশেষ টিকাদান কার্যক্রমের দ্বিতীয় দিনে দ্বিতীয় ডোজের টিকা পেয়েছেন ৩১ হাজার ৯৫৪ জন। সোমবার ঢাকা দক্ষিণের বিভিন্ন কেন্দ্রে তাদের টিকা দেওয়া হয়। 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবির এ তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, ১৪ হাজার ৮০৯ জন পুরুষ ও ১৭ হাজার ১৪৫ জন নারীকে দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবু নাছের জানান, ডিএসসিসির আওতাধীন এলাকায় বসবাসরত নিম্ন আয়ের বাসিন্দাদের জন্য পরিচালিত বিশেষ ক্যাম্পেইনের জন্য প্রতিটি ওয়ার্ডে একটি করে কেন্দ্র স্থাপন করা হয়েছে।

জানা গেছে, প্রথম ধাপে গত ২৩ নভেম্বর ১২ হাজার ৩৮৫ জন পুরুষ ও ১৩ হাজার ৭৮১ জন নারী টিকার প্রথম ডোজ নিয়েছিলেন। তারাই এ ক্যাম্পেইনে দ্বিতীয় ডোজ নিচ্ছেন। ২৩ জানুয়ারি থেকে শুরু হওয়া বিশেষ টিকাদান কার্যক্রম ২৫ জানুয়ারি এবং ৩০ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

এএসএস/আরএইচ