রাজধানীর দারুস সালাম থানা এলাকা থেকে ৭০০০ পিস ইয়াবা ও একটি প্রাইভেটকারসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) রাতে দারুস সালামের ১৪/১ পুরাতন গাবতলীর অনাবিল কাউন্টারের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন; মো. সেলিম মিয়া ও মো. ফয়সাল হোসেন ওরফে টিপু। 

বুধবার (২৬ জানুয়ারি) ডিবি লালবাগ বিভাগের অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. ফজলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার এবং অপরাধী গ্রেফতারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনাকালে সংবাদ আসে, দারুস সালামের পুরাতন গাবতলীর অনাবিল কাউন্টারের সামনে কয়েকজন মাদক ব্যবসায়ী প্রাইভেটকারসহ ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে প্রাইভেটকারসহ পালানোর চেষ্টা করলে সেলিম ও ফয়সালকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এছাড়া জব্দকরা হয় একটি সাদা রঙের প্রাইভেটকার।

দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে দারুস সালাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।

এমএসি/এসকেডি