নারী কেলেঙ্কারির অভিযোগে কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের প্রথম সচিব (রাজনৈতিক) মুহম্মদ সানিউল কাদেরকে ঢাকায় ফেরত আনা হয়েছে। তার বিরুদ্ধে আসা অভিযোগের তদন্ত করবে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সানিউল কাদেরের সঙ্গে কলকাতার আলিশা মাহমুদ নামে এক নারীর ভিডিও চ্যাট ও হোয়াটসঅ্যাপের আলাপ ফাঁস হওয়ার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার এক আদেশে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ২৪ ঘণ্টার মধ্যে তাকে ঢাকায় ফিরে আসতে বলা হয়। আদেশ অনুযায়ী তিনি বুধবার বেনাপোল বন্দর হয়ে ঢাকায় ফিরেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেন, ‘সানিউল কাদেরের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা তদন্ত করা হবে। উনি অপরাধ করে থাকলে তার শাস্তি হবে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।’

জানা যায়, কলকাতা মিশনে দায়িত্বরত অবস্থায় আলিশা মাহমুদ নামে এক ভারতীয় নারীর সঙ্গে সানিউল কাদেরের ভিডিও চ্যাট ও হোয়াটসঅ্যাপের আলাপ ফাঁস হয়েছে।

এনআই/এমএইচএস