ফুটপাত দখল করে দোকান, গুনতে হলো জরিমানা
মোহাম্মদপুরের টাউন হল মার্কেটের সামনে দীর্ঘ দিন ধরে ফুটপাতের জায়গা দখল করে দোকান পরিচালনা করে আসছিল দোকানিরা। ফুটপাতের জায়গা দখল করে পথচারী চলাচলে বিঘ্ন না ঘটাতে বারবার সিটি করপোরেশনের পক্ষ থেকে বলা হলেও, বিষয়টি আমলে নেননি তারা।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) মোহাম্মদপুরের টাউন হল মার্কেটে অবৈধভাবে ফুটপাত দখলের দায়ে ৫টি দোকান মালিককে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
বিজ্ঞাপন
মূলত ভাসমান বিপণিবিতাণ উচ্ছেদের অংশ হিসেবে এই জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযানটি পরিচালনা করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ।
বিজ্ঞাপন
অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ফুটপাত সাধারণ পথচারীদের চলাচলের জন্য। ফুটপাত দখল করে অস্থায়ী দোকান, দোকানের মালামাল রাখলে পথচারীদের চলাচলে বাঁধা সৃষ্টি হয়। তাই ফুটপাতে সাধারণ মানুষের নির্বিঘ্নে চলাচল করা নিশ্চিত করতে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। এরই অংশ হিসেবে আজ অভিযান পরিচালনা করে মোহাম্মদপুরের টাউন হল মার্কেটে অবৈধভাবে ফুটপাত দখলের দায়ে ৫টি দোকান মালিককে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এএসএস/আইএসএইচ