কোভিড-১৯ সংক্রমণ রোধে কাজ করছে ব্রাহ্মণবাড়িয়া ইউনিট
কোভিড-১৯ সংক্রমণ রোধে সামাজিক দায়িত্ব পালনের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে জেলাব্যাপী মাইকিংয়ের মাধ্যমে সচেতনতামূলক প্রচার-প্রচারণা কার্যক্রম শুরু করেছে ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিট।
রোববার রেড ক্রিসেন্ট থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংস্থাটি জানায়, রেড ক্রিসেন্ট সোসাইটি জাতীয় সদর দপ্তর, স্বাস্থ্য অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের সার্বিক সহযোগিতায় ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে জেলা সিভিল কার্যালয় থেকে এ কার্যক্রম শুরু হয়। আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একটানা এই মাইকিং কার্যক্রম চলমান থাকবে।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের ইউনিট লেভেল অফিসার উপ-পরিচালক খ. এনায়েতুল্লাহ একরাম পলাশ জানান, করোনা সংক্রমণ রোধে অতি প্রয়োজনীয় কোভিড-১৯ সচেতনতামূলক বার্তা ব্রাহ্মণবাড়িয়া জেলার জনগণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ মাইকিং কার্যক্রম গ্রহণ করা হয়েছে। মাইকিং কার্যক্রম ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটসহ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ৬৪ জেলার ৬৮টি রেড ক্রিসেন্ট ইউনিটে একযোগে চলমান রয়েছে।
ইউনিটের চেয়ারম্যান শফিকুল আলম বলেন, রেড ক্রিসেন্ট দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর থেকে সংক্রমণ রোধে জনসচেতনতামূলক নানা কার্যক্রম করে যাচ্ছে। জনসচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রমের পাশাপাশি ইউনিটের যুব ও স্বেচ্ছাসেবকরা সরকারের টিকা কার্যক্রমকে সফল করতে টিকা কেন্দ্রগুলোতে নিয়মিতভাবে দায়িত্ব পালন করে চলেছে।
বিজ্ঞাপন
এনআই/আরএইচ