জীবন বীমা করপোরেশনের নতুন এমডি জহুরুল হক
সংগৃহীত ছবি
জীবন বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য (অতিরিক্ত সচিব) মো. জহুরুল হক। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
অন্যদিকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শহিদুল হক ভূইয়াকে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে ও পরিবীক্ষণ ইউনিটের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
আরেক আদেশের মাধ্যমে স্বাস্থ্য শিক্ষা ও পরিকল্পনা বিভাগের অতিরিক্ত সচিব সুকেশ কুমার সরকারকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়েছে।
এসএইচআর/এমএইচএস
বিজ্ঞাপন